FAQ
বাল্ক এসএমএস আবার কি জিনিস?
বাল্ক এসএমএস মূলত একটা এসএমএস সার্ভিস। এটা ব্যবসায়িক কাজে ব্যবহার করা হয়। আপনি হয়তো খেয়াল করবেন, ব্যাংক এ লেনদেন করলে আপনার মোবাইলে একটি এসএমএস পাঠানো হয়, এছাড়াও প্রত্যেক মাসের বিদ্যুৎ বিল কত টাকা আসলো তা আপনার মোবাইলে এসএমএস এর মাধ্যমে পাঠানো হয়। এটাই মূলত বাল্ক এসএমএস সার্ভিস।
এই সেবার মাধ্যমে কম খরচে এসএমএস পাঠানো যায়। আবার পরিমাণে ও বেশি কিনতে হয়। তবে হ্যা, আপনি যদি এই সেবাটি আপনার ব্যাক্তিগত এসএমএস পাঠানোর কাজে ব্যবহার করেন, এই যেমন: আপনার প্রেমিক অথবা প্রেমিকা কে এসএমএস দেয়া, কাউকে হুমকি দেয়া, অথবা বন্ধু বান্ধবকে দৈনিন্দিন এসএমএস পাঠানো ইত্যাদি। সেক্ষেত্রে একাউন্ট ব্লক করে দেয়া হতে পারে। এরকম হলে, আপনি অর্থ ফেরত ও চাইতে পারবেন না।
বাল্ক এসএমএস পাঠাতে কি আমাকে নতুন সিম কিনতে হবে, এসএমএস পাঠাবো কিভাবে?
যেকোন সময়/জায়গা থেকে এসএমএস পাঠাতে পারবো? এসএমএস গুলোর মেয়াদ কত দিন থাকে?
বাল্ক এসএমএস একাউন্ট নিতে কত টাকা লাগে? কোন সেটাপ ফি আছে? ভ্যাট/ট্যাক্স!
একাউন্ট করতে কত সময় লাগবে? কি কি ডকুমেন্ট লাগবে?
সর্বনিম্ম কত গুলো এসএমএস কিনতে হবে? মেয়াদ কত দিন?
এসএমএস এর ডেলিভারি রিপোর্ট কি দেখা যাবে? অথবা, কি কি রিপোর্ট আছে?
অবশ্যই যাবে। প্রত্যেক দিনের, আগের, শেষ সাত দিনের, চলতি মাসের, সামারি, ডিটেইলস্, লেনদেন রিপোর্ট সহ আরো বেশ কিছু রিপোর্ট আছে।